চুয়াডাঙ্গায় ভারতীয় গরু উদ্ধার

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) চোরাচালাল বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫টি গরু জব্দ করেছে । বধুবার ভোর রাতে পরিক্ত্যত অবস্থায় গরুগুলো জব্দ করে বলে বিজিবি জানায় ।


চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পরিচালক লে.র্কনেল ইমাম হাসান জানান, দামুড়হুদার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আইয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯০ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ নামক স্থান থেকে ৫টি ভারতীয় গরু জব্দ করা হয়।
জব্দকৃত গরু গুলোর আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। গরুগুলো দর্শনা কাষ্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানায় ।

এ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ১৫ জনকে আসামী করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি । তারা হলে, দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মনির হোসেন (৩২), সিরাজুল ইসলাম (৩৩), মোঃ মুকুল মিয়া (২৫), মো; নেপা (৩২), মোঃ সম্রাট (৩০), মোঃ গনি মিয়া ,মোঃ তাজমুল (২৬), আসাদুল মোল্লা (৩০), মোঃ শহিদুল ইসলাম (২৮), আরিফুল আলী (২৭), মোঃ রাজু মিয়া (২৯), মো: মুছা মিয়া (৩২), ওহেদ আলী (২৭), মোঃ রফিকুল (৩৫), মো: এমাদুল হক (২৮) ।
এদেরকে পলাতক আসামী করে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র হাবিলদার মোঃ আইয়ুব আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানা যায়।

পিবিএ/টিটি/হক

আরও পড়ুন...