পিবিএ ডেস্কঃ ২০১৯ সালের বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের মালিক সাকিব আল হাসান। তাই স্বাভাবিকভাবেই বাংলাদেশ ম্যাচের আগে অস্ট্রেলিয়ার লক্ষ্য এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আউট করা।
লুকোচুরি না করে সরাসরিই বললেন অ্যালেক্স ক্যারি, আমরা শুরুতেই সাকিব আল হাসানকে আউট করতে চাই। সে সাদা বলে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। এ জন্য বিশেষ পরিকল্পনাও সাজানো হচ্ছে।এখানেই মাথা ব্যথার শেষ হচ্ছে না পাঁচবারের বিশ্বসেরাদের।
এই অস্ট্রেলিয়ান বলেন, সেখানে (বাংলাদেশ দল) বেশ কিছু দুর্দান্ত ব্যাটসম্যান ও বোলার আছে। যাদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব।
সেমি ফাইনালের পথে আরেক ধাপ এগিয়ে যেতে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ানদের জন্য। অন্যদিকে সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের খুব একটা বিকল্প নেই বাংলাদেশের সামনে।
চলতি বিশ্বকাপে নিজের ব্যাটিং ছন্দে গোটা ক্রিকেট দুনিয়াকে মুগ্ধ করে চলেছেন সাকিব আল হাসান। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে তো সেই মাত্রা আরো বাড়িয়ে দিয়েছেন তিনি। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম সাকিব-বন্দনায় মুখর। মুগ্ধ ক্রিকেটবোদ্ধারাও।
সোমবার ম্যাচের পর সাকিবকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ভালোবেসে সেই মুগ্ধতার উত্তর দিয়ে দাদাকে (সৌরভ গাঙ্গুলী) ধন্যবাদও জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
প্রসঙ্গত, উইন্ডিজদের বিপক্ষে জয়ের মাধ্যমে শেষ চারের খেলা জমিয়ে দিয়েছে বাংলাদেশ। নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামীকাল শক্তিশালী অস্ট্রেলিয়াকে মোকাবিলা করবেন মাশরাফিরা। নটিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
পিবিএ/এমএস