চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেই অসহায় রোগীর পাশে পৌর মেয়র

পিবিএ,চুয়াডাঙ্গা: দিন পাঁচ আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডের বারান্দায় ভর্তি হয় ৭০ বছরের বৃদ্ধ এক রোগী। সারা শরীরের পচন আর দূর্গন্ধ হওয়ায় তার কাছেই যাচ্ছিল না সাধারণ কোন মানুষ। এমন কি চিকিৎসা পেতেও হাসপাতালের অনেক ডাক্তার এবং নার্সকে পাশে পায়নি সেই বয়স্ক রোগী। শরীরে তীব্র যন্ত্রনা আর বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে অসহায়ের মতো হাসপাতালের বারান্দাতেই তাকে পড়ে থাকতে হতো দিনের পর দিন। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, নাম নূর ইসলাম, পিতার নাম মৃত মুরিদ আলী, বাড়ি টাঙ্গাইল। তবে কিভাবে সে চুয়াডাঙ্গাতে এসেছে বা তার পরিবারের বিষয়ে কোন কিছু বলতে পারছে না সে।

গত দুদিন আগে পিবিএ ‘র চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক তৌহিদ তুহিন হাসপাতালের সেই যন্ত্রনায় কাতরানো বৃদ্ধ রোগীর ছবি তুলে ফেসবুকে দিলে মুহুর্ত্বে তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেই বৃদ্ধ রোগীর পাশে দাড়ানোর প্রতিশ্রতি দেয়।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই বৃদ্ধের ছবি দেখতে পেয়ে অসহায় রোগীটির পাশে দাড়ানোর আশ্বাস দেন। পৌর মেয়রের নির্দেশেই বুধবার দুপুরে বিভিন্ন কর্মিকে নিয়ে হাসপাতালে যান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক জানিফ আহমেদ। হাসপাতালে সেই বৃদ্ধ রোগীর খোজখবর নেন তারা।

ডাক্তাদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধ নূর ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। বৃদ্ধের শরীরের একাংশের পঁচনের গন্ধে হাসপাতালের সেচ্ছাকর্মীদের সে সময় না পাওয়া গেলেও ছাত্রলীগের কর্মীদের সহায়তায় বৃদ্ধ নূর ইসলামকে বারান্দার মেঝে থেকে হাসাপাতালের নিচে নামিয়ে গাড়িতে তোলা হয়। অবশেষে উন্নত চিকিৎসার জন্য নূর ইসলামকে পাঠানো হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে।

পৌর মেয়রের এমন উদারতার প্রশংসা করেছেন জেলার সুশীল সমাজের বেশ কয়েকজন প্রতিনিধি। তারা তাদের ব্যক্তিগত ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বার্তা লিখে পৌর মেয়রকে অভিনন্দন জানান।

পিবিএ/টিটি/এমএসএম

আরও পড়ুন...