ফেসবুক আইডি নিরাপত্তায় করণীয়

পিবিএ,ঢাকা: ফেসবুকের ‘ভিউ অ্যাজ’ ফিচারের নিরাপত্তা জাল কেটে প্রায় পাঁচ কোটি ফেসবুক অ্যাকাউন্টের তথ্য চলে গিয়েছে হ্যাকারদের কাছে!। ফেসবুকে হ্যার হানার ঘটনা ইদানীং বার বার হচ্ছে। ফেসবুক ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে একাধিক নতুন পদক্ষেপ করেছে সংস্থা। তবে নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের নিজেদেরও। তাই যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু লক্ষ্য করেন বা মনে করেন আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তাহলে তিনটি কাজ অবশ্যই করবেন।

১) ফেসবুকের লগইন ডিভাইস পরীক্ষা করুন: কেউ আপনার অ্যাকাউন্ট হ্যাক করেছে কিনা তা বোঝার সবচেয়ে মোক্ষম উপায় হল, যে যে ডিভাইস থেকে আপনি ফেসবুকে লগইন করেছেন, সেগুলি পরীক্ষা করে দেখা। আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ পেজে ক্লিক করলে যে সব ডিভাইস থেকে আপনি ফেসবুকে প্রবেশ করেছিলেন, সেগুলোর তালিকা দিন-তারিখ-সহ আসবে। কোনও অপরিচিত ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগইন করা হয়েছে দেখলে সেটি ‘রিমুভ’‌ বা লগআউট‌ করে দিতে হবে।

২) ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে নিতে পারেন: আপনার অ্যাকাউন্টের সেটিংস অপশনে গিয়ে ‘সিকিউরিটি অ্যান্ড লগইন’ পেজে ক্লিক করলে যে সব ডিভাইস থেকে আপনি ফেসবুকে প্রবেশ করেছিলেন, সেগুলোর তালিকা দিন-তারিখ-সহ আসবে। কোনও অপরিচিত ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগইন করা হয়েছে দেখলে দেরি না করে বদলে ফেলুন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি। খেয়াল রাখবেন, আপনার নতুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটির সঙ্গে যেন পুরনোটির কোনও মিল না থাকে।

৩) আপনার ফেসবুক অ্যাকাউন্টে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন‌’ চালু রাখুন: অন্যান্য অনেক ওয়েবসাইটের মতো ফেসবুকেরও রয়েছে ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন‌’ বা দুই ধাপে তথ্য যাচাইয়ের পদ্ধতি। এই পদ্ধতিতে শুধু পাসওয়ার্ডে কাজ হবে না, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইল ফোনে টেক্সট মেসেজে একটি OTP পাঠাবে ফেসবুক, ওই OTP আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পেজের নির্দিষ্ট অংশে বসিয়ে দিতে পারলেই ফেসবুকে প্রবেশ করতে পারবেন। এই OTP যেহেতু আপনার ফোনে পাঠানো হচ্ছে, সেটি অন্য কেউ তত ক্ষণ পাবে না, যত ক্ষণ না আপনি কাউকে দিচ্ছেন। সুতরাং, এই ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন‌’ পদ্ধতির সাহায্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের হাত থেকে অনেকটাই সুরক্ষিত করা সম্ভব।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...