জান্নাত হত্যার বিচার চেয়ে ফেইসবুকে পোষ্ট দেওয়ায় সাংবাদিককে হুমকি

তাজুল ইসলাম মিয়াজী,পিবিএ,ওমান: নরসিংদী দশম শ্রেণির ছাত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার র্ঘটনা দুই মাস পার হলেও থানায় কোন মামলা নেয়নি পুলিশ। দোষী দের আইনের আলতায় এনে শাস্তি দেয়া হক, নুসরাত হত্যার আসামিদের মত জান্নাত হত্যার বিচার হক,ফেইসবুকে একটি পোষ্ট দিয়েছেন সাংবাদিক মোঃতাজুল মিয়াজী পোষ্টি কিছুটা ভাইরাল হয়, এতে শুক্রবার রাতে norsinde নামের একটি আইডি থেকে কে বা কারা ইনবক্ম আর কমেন্ট এসএমএস মাধ্যমে মোঃতাজুল ইসলাম মিয়াজী কে তার দেওয়া জান্নাত হত্যা নিয়ে পোষ্টি ডিলেট করতে বলা হয়, না হয় তাকে দেখিয়ে ছাড়বে বলে হুমকি দেওয়া হয়। পরে কমেন্ট ডিলেট করে, messenger এসএমএস এ যা বলেছে…..MD:Tazu miazi আপনি যে পোষ্টা করেছেন জান্নাত হত্যা নিয়ে তা ডিলেট করে দিন,না হয় পরে বুঝবেন, কেউ এটা নিয়ে মাথা ঘামায় না, আপনি কেনো এটা আপনার ফেইজে দিলেন, আপনার পোষ্টা দেওয়ার পর এই বিষয় নিয়ে, অনেক লেখা লেখি হচ্ছে, এটা আপনি ডিলেট করুণ।এতে মোঃতাজুল ইসলাম মিয়াজী তাকে কোথায় থেকে বলছে যানতে চাইলে সে কোন উত্তর দেয়নি, এবং পোষ্ট ডিলেট করবেনা বলে একটি এসএমএস দেওয়া হয় তাকে,ভাই আমি ডিলেট করবো কি করবোনা, এটা আমার ব্যাপার আপনি বলার কে, তাছাড়া আপনি আমাকে হুমকি দিতেছেন কেনো,জান্নাত হত্যা সাথে আপনার কি সম্পর্ক, আমরা নেয় বিচার চাই তাই পোষ্ট করেছি।একজন মানুষকে হত্যা করবে তার বিচার চাইতে পারবোনা এটা কেমন কথা,আর আপনি কোথায় থেকে বলছেন, আপনি যে আমাকে এসএমএস দিয়েছেন,অন্য আইডি থেকে কেনো, হুমকি যখন দিবেন নিজের আইডি থেকে দেন,এত দিন যেহেতু জান্নাতের হত্যার মামলা হয়নি এবার হবে মনে হয়, কারন আপনি সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ, তবে আমি ডিলেট করবোনা, পারলে আপনি আমাকে কিছু করেন দেখি, আপনি কত বড় কিলার।পরে অনেক চেষ্টার পরে ও তার সাথে কোন যোগাযোগ করা যায়নি মন্তব্য তাকে খোজে বের করলে জান্নাতে হত্যা কারিদের বের করা যাবে বলে ধারণ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...