কদমতলীতে ছুরিকাঘাতে কিশোর নিহত

পিবিএ, ঢামেক: রাজধানীর কদমতলীর রইসনগরে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আলমাছ হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১২টায় দিকে মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী গলাচিপা ছোটচিপা গ্রামের বাবুল মিয়ার ছেলে সে। পরিবারের সাথে কদমতলী মেরাজনগর এলাকায় থাকতো। আগে সিএনজি চালিত অটোরিকশা চালালেও এখন বেকার ঘুরাফেরা করতো সে। ২ ভাইয়ের মধ্যে বড় সে। ছোটভাই আলআমিনের বয়স ৪ বছর।
নিহত আলমাছের বাবা ভ্যানচালক বাবুল মিয়া জানান, গতকাল রাত ৯ টার সময় আলমাস বাসা থেকে বেরিয়ে যায়। পরে জানতে পারি রইসনগরে আলমাছকে কারা যেনো ছুরিকাঘাত করেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে আলমাছের মৃতদেহ দেখতে পাই।
তিনি বলেন, আলমাছকে ওর যেই বন্ধুরা হাসপাতালে নিয়ে এসেছে তাদের কাছে শুনেছি, ঈদের পরে পাশের এলাকার ছেলেদের সাথে তার মারামারিরর ঘটনা ঘটেছিলো। সেই ঘটনার জেরেই গতরাতে ২০/২৫ জন এসে আলমাসছে এলোপাতারি ছুরিকাঘাত করেনপালিয়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...