সুফিয়া কামালের জন্মদিনে গুগলের ডুডল

পিবিএ,ঢাকা: আধুনিক বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা কবি বেগম সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী আজ। তার জন্মদিন উপলক্ষে লাল-সবুজে মোড়ানো একটি সুন্দর ডুডল প্রকাশ করেছে টেক জায়ান্ট গুগল।

বিশেষ বিশেষ উপলক্ষ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের উল্লেখযোগ্য দিনগুলোতে নানারকম ভিন্নধর্মী লোগো বা ডুডল তৈরি করে গুগল। এবার বাংলাদেশের খ্যাতনামা কবি সুফিয়া কামালের জন্মদিনে তাকে সম্মান জানালো প্রতিষ্ঠানটি।

ডুডলটিতে মাথায় ঘোমটা দিয়ে হালকা রঙা একটি শাড়ি পরে শান্ত মুখে বসে আছেন প্রবীণ সুফিয়া কামাল। চোখে লালচে মোটা ফ্রেমের চশমা, ঠোঁটে আবছা হাসি। যেন কিছু ভাবতে ভাবতে তাকিয়ে আছেন।

সুফিয়া কামালের পেছনে সবুজ রঙে অনেকটা বাংলা বর্ণমালার আদলে ইংরেজিতে লেখা আছে ‘গুগল’। তার নিচে একই রঙে অসংখ্য নারীর অবয়ব হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। সবকিছুর পেছনে রয়েছে বাংলাদেশের পতাকার লাল টুকটুকে সূর্য।

ডুডলটিতে ক্লিক করলে সুফিয়া কামালের জীবনীসহ তার সম্পর্কে বিভিন্ন তথ্য ও প্রকাশিত সংবাদের লিংকসহ একটি গুগল সার্চ রেজাল্ট পেজ চলে আসে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...