পিবিএ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত ১৫ মার্চ দুটি মসজিদে জঙ্গি হামলায় ৫১ জন মুসুল্লি নিহতের ঘটনার প্রেক্ষিতে ‘সেমি-অটোমেটিক’ বন্দুকের মতো ভারী অস্ত্রগুলো নিষিদ্ধ করার পর তা সংগ্রহে বৃহস্পতিবার একটি প্রকল্প শুরু হয়েছে। আল-জাজিরা, এনডিটিভি
নিউজিল্যান্ডের অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন ও পুলিশমন্ত্রী স্টুয়ার্ট নাশ এক যৌথ বিবৃতিতে জানান, গ্রাহকদের ক্ষতিপূরণ দিয়ে তাদের থেকে নিষিদ্ধ বন্দুকগুলো ফেরৎ নিতে ৬ মাসের জন্য প্রায় সাড়ে ১৪ কোটি ডলারের ‘বাই-ব্যাক’ প্রকল্প শুরু করা হয়েছে।
কর্মকর্তারা বলেন, নিষিদ্ধ বন্দুকের মালিকদের অস্ত্রটির ক্রয় মূল্যের ৯৫ ভাগ মূল্য পরিশোধ করে তা ফেরৎ নেয়া হবে। অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করতে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে।
উল্লেখ্য, সহিংস হামলার ঘটনা এড়াতে গত এপ্রিলে নিউজিল্যান্ডের পার্লামেন্ট সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করতে ভোট দেয়। ১১৯-১ ভোটে অস্ত্র নিষেধাজ্ঞার আইনটি পাশ হওয়ার পর দেশটির সরকার এই পদক্ষেপ নিলো।
পিবিএ/এমএসএম