পিবিএ,সাভার,ঢাকা: সাভারের তুরাগ নদী থেকে অজ্ঞাত (১৮) এক তরুণীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের তুরাগ নদে ভাসমান অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিরুলিয়া ইউনিয়নের তুরাগ পাড়ে এক তরুণীর ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ।
এবিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজগর আলী পিবিএ’কে জানান, কিভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের মাধ্যমে জানা যাবে । প্রাথমিকভাবে নিহত তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি ।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা ।
পিবিএ/এলএ/হক