পিবিএ স্পোর্টস ডেস্ক: ইনজুরি থেকে ফিরেই জয়ের দেখা পেলেন মারিয়া শারাপোভা। বুধবার ম্যালোর্কা ওপেনে ভিক্টোরিয়া কুজমোভাকে ৭-৬, ৬-০ গেমে পরাজিত করেন। কাঁদের ইনজুরির কারনে গত জানুয়ারি থেকে টেনিস কোর্টে নামতে পারেনি পাঁচ বারের গ্রান্ড স্লাম জয়ী এই খেলোয়াড়। কোর্টে নেমেই কুজমোভার কঠিণ পতিরোধের মুখে পরেন এই সুন্দরী টেনিস খেলোয়াড়। খেলা শেষে শারাপোভা বলেন, তিন চার মাস পরে এটাই আমার প্রথম জয় । ম্যালোর্কার পরিবেশ আমি উপভোগ করছি। এখানে অবস্থান করা সবার জন্য পরিবেশটা খুবিই চমৎকার।
পিবিএ/বাখ