গরমের অসহ্য যন্ত্রণার মাঝে বৃষ্টি যেন প্রশান্তির স্বস্থি নিয়ে আসে, তেমনি আষাঢ় মাসের হঠাৎ বৃষ্টি নগরবাসীকে চরম দুর্ভোগে ফেলে। বৃষ্টি থেকে রক্ষা পেতে এক ছাতার তলে দুই তরুণীর চেষ্টা। ছবিটি রাজধানীর যাত্রাবাড়ি থেকে তোলা। বৃহস্পতিবার, ২০ জুন। ছবি: পিবিএ/প্রীতম মাহমুদ