বিশ্ব তামাক মুক্ত দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা

পিবিএ,রাজবাড়ী: বিশ্ব তামাক মুক্ত দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সির্ভিল সার্জন অফিসের উদ্যেগে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে সির্ভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস. এম.এ হান্নান,সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ, এনজিও ফেডারেশনের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান লাবু,ব্রাকের কর্মকর্তা গীতা বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জনের কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা ।
সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার বলেন,বিশ^ স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে তামাক ব্যবহারে ১২ লক্ষ মানুষ হৃদরোগ,স্টোক,কান্সার,ডায়বেটিস,ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগসহ প্রাণঘাতী অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে।প্রতিবছর দেশে তামাকের কারণে ৫৭ হাজার মানুষ প্রাণ হারায়।৩লক্ষ ৮২ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে।তাই আমাদের সকলেন তামাকের ভয়াবহতার সর্ম্পকে জানাতে হবে।তামাক খেলে শরীলের জন্য কিন্তু উপকার হয় না।এটা খেলে শরীলের জন্য শুধু ক্ষতিই হবে।
এটা খেলে আমাদের কি কি ধরণের সমস্যা হতে পারে। শরীলের জন্য কতটা খারাপ সেটা জানাতে হবে।তাহলে তামাক থেকে অনেক মানুষ বিরত থাকবে। আর যারা জনসস্মুখে ধূমপান করে তাদেরকে প্রতিহত করতে হবে।কারণ তার ধূমপানের কারণেই দেখা যাচ্ছে অন্যরা তামাক রোগে আক্রান্ত হচ্ছে।যারা ধূমপান করে না অন্যদের ধুমপানে কারণে তারা আক্রান্ত হচ্ছে সেই সংখ্যাও কিন্তু কম না।তাই আমরা এইসব বিষয়ে সতর্ক থেকে মানুষকে বোঝাবো।

পিবিএ/সিএস/হক

আরও পড়ুন...