কুমিল্লা বিশ্বরোডে ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: কুমিল্লা পদুয়ারবাজার বিশ্বরোডে ট্রাকসহ তিনমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃধবার ১৯জুন রাত ১২টা দিকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএ’কে নিশ্চিত করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১৪-৪০৯৩) জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুন রাত ১২টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড সংলগ্ন নুরজাহান হোটেলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহা সড়কে বিশেষ চেক পোষ্ট স্থাপনে মাধ্যমে তাদের আটক করা হয়েছে।
আটক কৃতরা হলেন, ওবায়দুর রহমান (৩২), মোঃ জসিম (২৪) ও বাবু (২০)।

আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে বলে র‌্যাবের কাছে স্বিকার করেছে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন র‌্যাব।

পিবিএ/হক

আরও পড়ুন...