পিবিএ,ঢাকা: রাজধানীর পুর্বরামপুরায় অস্ত্রসহ চিন্তাইকারীর এক সদস্যকে আটক করেছে র্যাব-৩। বুধবার ১৯ জুন রাত সাড়ে নয়টা দিকে তাদের গ্রেফতার করা হয়েছে র্যাব ফোর্সেস সদর দপ্তরে এক প্রেসবিজ্ঞপ্তিতে পিবিএকে জানানে হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১৯ জুন রাত সাড়ে নয়টার দিকে পৃর্ব রামপুরার টিভি রোড থেকে মোঃরমজান আলী ব্যাপরি(২১) কে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার দেহ তল্লাশি করে এশটি বিদেশী পিস্তল ,এশটি ম্যাগজিন ও ৩রাউন্ড তাজা গুরি উদ্ধার করা হয়েছে।
সে দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলা ও ঢাকা মহানগরীর আশ পাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজী ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডসহ মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আছে বলে র্যাবের কাছে স্বিকার করেছে।
পিবিএ/হক