ভারতে পানির জন্য নতুন মন্ত্রণালয় গঠন

পিবিএ ডেস্ক: উঠতি পানি সংকট মোকাবিলায় নতুন একটি মন্ত্রণালয় গঠন করেছে ভারত সরকার। দেশটির ১৩০ কোটি জনসংখ্যার ৬০ শতাংশের বেশি মানুষ কৃষি এবং অনুকূলে থাকা মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল।

সংবাদমাধ্যম সিটি নিউজ তাঁদের খবরে বলে, ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ বৃহস্পতিবার সংসদে জানান, নতুন জলশক্তি মন্ত্রণালয় পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করবে।

কোবিন্দ বলেন, গৃহ নির্মাণ ও অন্যান্য উন্নয়নের জন্য পুকুর ও হ্রদ ভরাট করে ফেলার কারণে পানি সংরক্ষণের প্রচলিত ব্যবস্থাগুলো উধাও হয়ে যাচ্ছে এবং তা গরিবদের জন্য সংকটকে আরো খারাপ করে দিয়েছে।

পানির অভাব ২১ শতকের অন্যতম বড় চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের ফলে তা আরো খারাপ হবে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় মেয়াদের শুরুতে সংসদের উভয় কক্ষে বক্তব্য দেন প্রেসিডেন্ট কোবিন্দ। তার পদটি অনেকটাই আনুষ্ঠানিক মাত্র।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...