পিবিএ ডেস্ক: একনজরে দেখেনিন বিশ্বের বিভিন্ন দেশের মনোমুগ্ধকর হাইওয়ের রাস্তা গুলো। যে দেখলেই আপনার মন ছুটে চলবে ঐ সকল হাইওয়ে রাস্তাগুলোতে ভ্রমণ করতে।
১. সাউথ ডাকোটা এর ব্ল্যাক হিলস হাইওয়ের রোড। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ প্রিয়দের সবচেয়ে সুপরিচিত রাস্তা এটি।
২/চীনের হুনান প্রদেশের তাইনিমং মাউন্টেন রোড । পাহাড়ী চরম আকাবাঁকা রাস্তার জন্য সকলের কাছে পরিচিত।
৩/নরওয়ে এবং ছয়টি দ্বীপের উপর দিয়ে তৈরি এই আটলান্টিক হাইওয়ে রোডটি । এটির নির্মাণ শেষ হয় ১৯৮৯ সালে।
০৪/সমুদ্রতল থেকে প্রায় ৯০০০ ফুট উঁচুতে ইতালির স্টেলভিও পাস পূর্বের আল্পস পর্বতমালার সর্বোচ্চ স্থানে হাইওয়েটি।
পিবিএ/বাখ