চশমা পরিষ্কার করবেন কিভাবে

পিবিএ ডেস্কঃ যারা নিয়মিত চশমা ব্যবহার করেন তাদের জন্য দারুণ একটা টিপস। যারা চশমা ছাড়া স্বাভাবিক কাজ করতে পারেন না, এটা তাদের জেনে নেওয়া উচিত। জেনে নিন সঠিক অথে কিভাবে চশমা পরিষ্কার করবেন।

১. আগে এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে এক টেবিল চামচ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাইক্রোফাইবার কাপড়ে পেস্টটি নিয়ে ধীরে ধীরে ঘষে পরিষ্কার করুন গ্লাসের স্ক্র্যাচ।

২. এক টেবিল চামচ বেকিং সোডা ও এক চা চামচ ভিনেগার মিশিয়ে চশমার কাচে ঘষে নিন। মাইক্রোফাইবার কাপড় কিংবা পাতলা ও নরম কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।

৩. প্রথমে আঙুলের ডগায় সামান্য টুথপেস্ট নিয়ে চশমার গ্লাসে চক্রাকারে লাগান। নরম কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিন গ্লাস।

৪. কম্পিউটার স্ক্রিন ক্লিনার কিংবা গাড়ির গ্লাস ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন চশমার গ্লাস।

পিবিএ/এমএস

আরও পড়ুন...