নড়াইলের দুই ছিনতাইকারী গ্রেফতার

পিবিএ, নড়াইল: নড়াইলের লোহাগড়ায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুন) লোহাগড়া থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


গ্রেফতারকৃতরা হলেন, নড়াগাতি থানার কাঠাদুরা গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে আশরাফ শেখকে (৪৫), লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের গোলাম রসুল মল্লিকের ছেলে ইমরুল মল্লিককে (৩৫)।
জানা যায় লোহাগড়া থানার এসআই মিলটন কুমার দেবদাস ও আতিকুজ্জামানের নেতৃত্বে গত বৃহস্পতিবার (২০ জুন) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রসংগত,উপজেলার লুটিয়া ঘোষপাড়ার বিকাশ এজেন্ট চন্ডি কুমার ঘোষকে গত ১৭ জুন দুপুরে লুটিয়ার খেজুরতলা এলাকায় কুপিয়ে এক লাখ ৭৯ হাজার ৭০০ টাকা ছিনতাই করে নিয়ে যায় । চন্ডি লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের তারাপদ ঘোষের ছেলে। ঘটনার পর তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চন্ডি কুমার ঘোষ পিবিএকে বলেন, গত ১৭ জুন সকালের দিকে লোহাগড়ার মহাজন বাজার সোনালী ব্যাংক শাখা থেকে ওই টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পথিমধ্যে তার গতিরোধ করে চারজন টাকা ছিনিয়ে নেয়।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...