মাগুরায় শিক্ষকের কারাদন্ড

পিবিএ,মাগুরা: মাগুরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করার অভিযোগে জাহাঙ্গীর আলম খান নামে এক শিক্ষককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত জাহাঙ্গীর আলম খান মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

রাজধানীতে ৩০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৭
মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পিবিএকে জানিয়েছেন, শুক্রবার সকালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মাগুরা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্বে ছিলেন। উত্তরপত্র হাতে পেয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করা শুরু করেন। এসময় অন্যান্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনের বিষয়টি অবগত করেন।

এসময় ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে উত্তরপত্রসহ হাতেনাতে আটক করেন। তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...