সেনবাগে প্রতিপক্ষের হামলায় আহত মালেকার মৃত্যু

পিবিএ,সেনবাগ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মালেকা খাতুন (৬০) নামের এক নারী শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টার সময় চিকিৎসার্ধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। নিহত মালেকা খাতুনের বাড়ি সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুরর ইউপির উত্তর মোহাম্মদপুর গ্রামে। সে ওই বাড়ির মৃত আবদুল মালেক স্ত্রী।

 

এরআগে গত (১৭ জুন) সোমবার সকালে বাড়ির জায়গা জমিন পরিমাপ করা নিয়ে কথা কাটাকাটির জেরে পাশ্ববর্তী বাড়ির খোকন মিয়া (৩০), মোঃ নুর আলম (৩৫), মোঃ এমাম হোসেন (৩৮), মোঃ বজল মিয়া (৬৭), মোঃ জাফর (৩৫) নেতৃত্বে অজ্ঞাত ৪/৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মালেক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে মালেকা খাতুন, তার মেয়ে শেফালী বেগম (৩৮) , মেয়ে পান্না বেগম (৩২), নাতী মোঃ শাহাদাত হোসেন (১৯) ও সবুজ (৩২)কে ধালালো ছেনি,দা ,শাবল,লোহার রড় ও বাঁশের লাঠি দিয়ে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। এবং বাড়িঘ লুপটার ও নারীদের শ্লীলতাহানি করে।
পরে এলাকাবাসী মুমুর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে ৪দিন চিকিৎসার্ধীন থাকার পর শুক্রবার বিকলে মালেকা খাতুন মারা যায়।
এঘটনায় হিতত মালেকা খাতুনের মেয়ে রোজিনা বেগম বাদি হয়ে সেনবাগ থানায় ৫জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং ১৫ তারিখ ১৮/৬/২০১৯ইং। কিন্তু এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ আলী পাটোয়ারী পিবিএ’কে ঘটনার সত্যতা নিশ্চত করেন।

পিবিএ/জেএ/হক

আরও পড়ুন...