মিডিয়ার সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড

পিবিএ,ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড গঠন করা হবে। সোমবার দুপু‌রে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সংলাপে এ তথ্য জানান তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘যে ওয়েজবোর্ড গঠন করা হয়েছিল, তার রিপোর্ট হাতে এসেছে এবং সেটা মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। ভোটের আগে মন্ত্রীদের নিয়ে যে উপ-কমিটি গঠন করা হয়েছে, সে কমিটির একটি সভা হয়েছে। নতুন মন্ত্রিসভায় সেই সাব-কমিটি কাজ করবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘রিপোর্টে ইলেকট্রনিক মিডিয়ার জন্য ওয়েজবোর্ড দিতে হবে বলে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আছে। সুতরাং ওটা দেওয়ার জন্য প্রাথমিক প্রশাসনিক কাজটা সম্পন্ন হলে নতুন সরকার এবং তথ্য মন্ত্রণালয় এটা সম্পন্ন করবে। সুতরাং নতুন বছরে আমি আশা করছি, ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের জন্য নতুন ওয়েজবোর্ড হবে।’

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। সংলাপে বিএসআরএফের সভাপতি শ্যামল সরকার ও সাধারণ সম্পাদক মহসীন আশরাফ উপস্থিত ছিলেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...