ম্যাচ চলাকালীন গ্যালারিতে প্রেমের প্রস্তাব

পিবিএ স্পোর্টস ডেস্ক: ভারত-পাকিস্তানের এই ম্যাচটি আজীবন মনে রাখবেন অনভিতা জে। আর মনে রাখবেনই বা না কেন? এই ম্যাচ চলাকালীনই যে বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি, তাও আবার গ্যালারিতেই!

ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে ভারতের নীল জার্সি পরেই খেলা উপভোগ করছিল ভারতীয় ক্রিকেট দলের ওই দুই সমর্থক। খেলা চলাকালীন জীবনের চরম সিদ্ধান্তে উপনীত হয়ে অনভিতা জে’র সামনে হাঁটু গেড়ে বসে প্রেমের প্রস্তাব দিলেন তার বন্ধু। গ্যালারি জুড়ে তখন হইহই রব।

মনের মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার পর এক বিন্দুও ভাবতে হয়নি অনভিতাকে। সোজা জড়িয়ে ধরেন প্রিয়তমকে। একে অন্যকে চুমু খান তারা। আর গ্যালারিতে তখন হাততালি আর শিষের বন্যা। রোহিতের স্কয়ার কাটের ছক্কার থেকে যেন কোনো অংশে কম যাচ্ছিল না এই যুগলের প্রেমকাহিনী।

ভারত-পাকিস্তান ম্যাচের ৫ দিন পর সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন অনভিতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ঠিক এটাই ঘটেছিল।’িপ
ভারত-পাকিস্তানের এই ম্যাচটি আজীবন মনে রাখবেন অনভিতা জে। আর মনে রাখবেনই বা না কেন? এই ম্যাচ চলাকালীনই যে বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছেন তিনি, তাও আবার গ্যালারিতেই!

ওল্ড ট্রাফোর্ডের গ্যালারিতে ভারতের নীল জার্সি পরেই খেলা উপভোগ করছিল ভারতীয় ক্রিকেট দলের ওই দুই সমর্থক। খেলা চলাকালীন জীবনের চরম সিদ্ধান্তে উপনীত হয়ে অনভিতা জে’র সামনে হাঁটু গেড়ে বসে প্রেমের প্রস্তাব দিলেন তার বন্ধু। গ্যালারি জুড়ে তখন হইহই রব।

মনের মানুষের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার পর এক বিন্দুও ভাবতে হয়নি অনভিতাকে। সোজা জড়িয়ে ধরেন প্রিয়তমকে। একে অন্যকে চুমু খান তারা। আর গ্যালারিতে তখন হাততালি আর শিষের বন্যা। রোহিতের স্কয়ার কাটের ছক্কার থেকে যেন কোনো অংশে কম যাচ্ছিল না এই যুগলের প্রেমকাহিনী।

ভারত-পাকিস্তান ম্যাচের ৫ দিন পর সেই মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করেন অনভিতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘ঠিক এটাই ঘটেছিল।’

https://twitter.com/i/status/1142012089109811200

আরও পড়ুন...