পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় শ্বশুর ও পুত্রবধু আহত হয়েছে। তারা বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকালে উপজেলার আবাইপুর গ্রামে ঘটনাটি ঘটে।জানা যায়, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই সুত্র ধরে শনিবার সকালে হেলাল বিশ্বাসের অনুসারি আবাইপুর গ্রামের ইউপি সদস্য রাজ্জাক বিশ্বাসের কর্মী গোলাম বিশ্বাসের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায় সাবেক চেয়ারম্যান মোক্তার মৃধার কর্মী সমর্থকরা।
এসময় শ্বশুরকে বাঁচাতে গিয়ে পুত্রবধু রেশমা বিশ্বাসও হামলার শিকার হয়ে আহত হয়। স্থানীয় আহতদেরকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন গোলাম বিশ্বাস (৭০) পিবিএকে জানান, শনিবার সকালে মোক্তার মৃধার দলীয় ক্যাডার আবাইপুর গ্রামের কবির, নিমাই, সাহেব আলী, নুরি, হানেফ আলি, ইবাদত, চাঁদ আলী ও হাসানসহ বেশ কয়েকজন লাঠিসোটা ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হঠাৎ করে তার বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এসময় তাকে ও তার পুত্র মিন্টুর স্ত্রীকে বেধড়ক ভাবে মেরে জখম করে। যাওয়ার সময় হামলাকারীরা বেশ কিছু নগদ টাকা, স্বার্ণালংকার ও জিনিসপত্র নিয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান পিবিএকে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।
পিবিএ/এ/হক