ইরানে হামলার জন্য ব্রিটেনে লবিং করেছেন সৌদি গোয়েন্দা প্রধান

পিবিএ ডেস্ক: ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলায় নামাতে ব্যর্থ হয়ে এখন ব্রিটেনে লবিং করছেন সৌদি গোয়েন্দা প্রধান।

ব্রিটেনের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের গোয়েন্দা প্রধান ব্রিটিশ সরকারের ভেতরে লবিং করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা বাতিল করার পর সৌদি আরব এই লবিং করল।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্রিটিশ কর্মকর্তা ‘মিডল ইস্ট আই নিউজ পোর্টাল’কে শুক্রবার বলেন, সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে লন্ডন সফরের সময় সৌদি গোয়েন্দা প্রধান বিৃটিশ কর্মকর্তাদেরকে ইরানে হামলা চালানোর আহ্বান জানান। তবে বিটিশ কর্মকর্তারা সৌদি অনুরোধে সাড়া দেন নি। ইরান যখন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ ড্রোন ভূপাতিত করেছে এবং দু দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ খবর বের হলো।

ওই কর্মকর্তা বলেন, “আমদের কর্মকর্তারা বিষয়টিতে অনাগ্রহ দেখিয়েছেন। তারা সাদামাটাভাবে সৌদি আরবের আবেদনে ‘না’ বলে দিয়েছেন। সূত্র বলছে, সৌদি গোয়েন্দা কর্মকর্তা বিটিশ কর্মকর্তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে, গত ১৩ জুন ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার সঙ্গে ইরান জড়িত কিন্তু যে প্রমাণ দেয়া হয়েছে তাতে বিটিশ কর্মকর্তারা সন্তুষ্ট হতে পারেন নি।

চলতি সপ্তাহের শেষের দিকে সৌদি গোয়েন্দা কর্মকর্তা ইসরাইলি কর্মকর্তা ও মার্কিন যুদ্ধবাজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের সঙ্গে ইরান-বিরোধী লবিংয়ের জন্য জেরুজালেম সফরে যাবেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...