খালেদা জিয়ার জামিন শুনানি আগামী সপ্তাহে

পিবিএ ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন শুনানি আগামী সপ্তাহে। রোববার হাইকোর্ট এ কথা বলেন। বেগম খালেদা জিয়াকে নামে বর্তমান সরকার ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মোট ৩৬টি মামলার মধ্যে ৩৪ মামলায় জামিনে আছেন তিনি। ২১টি মামলার কার্যক্রম আদালতের নির্দেশে স্থগিত আছে। ১৩টি মামলা বিচারাধীন। এখন দণ্ডপ্রাপ্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন হলে তার মুক্তির বাধা অপসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তার আইনজীবীরা। গত ১৭ মাস ধরে কারাগারে আটক এই সাবেক প্রধানমন্ত্রীকে দুই মামলার রায়ে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎিসাধীন রয়েছেন তিনি।
পিবিএ/বাখ

আরও পড়ুন...