পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রামে সঞ্জয় ধর (৪৬) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকার মনিশ্রী জুয়েলার্স নামের নিজের দোকান থেকে ব্যবসায়ী সঞ্জয় ধরের লাশ উদ্ধার করা হয়।
সঞ্জয় ধরের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায় হলেও ব্যবসায়ীক কারণে দীর্ঘদিন থেকে তিনি ওই দোকানেই থাকতেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফীন জুয়েল পিবিএকে জানান, সঞ্জয়ের গলা কাটা ও পেটের দুই পাশে ছুরির আঘাত আছে। শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল। রোববার দুপুরে প্রতিদিনের মতো দোকানে ভাত দিতে যান এক নারী। দোকানের দরজার কড়া নেড়ে কোনো সাড়া না পেয়ে ওই নারী মহিলা দরজা ফাঁক করলে সঞ্জয়ের লাশ দেখতে পায়।
সঞ্জয় স্বর্ণ কেনাে বচার পাশাপাশি দাদন ব্যবসাও করতেন জানিয়ে তিনি বলেন,“আমাদের ধরণা টাকা পয়সার লেনদেনের জেরে পূর্ব পরিচিত কেউ সঞ্জয়কে খুন করেছে।
শুক্রবার রাতেই তাকে খুন করা হয়ে থাকতে পারে। দোকানের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে সেটি নিয়ে গেছে দুর্বৃত্তরা । লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
পিবিএ/জেএম/হক