দ. আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিলো পাকিস্তান

পিবিএ ডেস্ক:এবার আগে ব্যাটিং করে ভাল ফল পেলো পাকিস্তান। হারিস সোহেল ও বাবর আজমের অনবদ্য ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন হারিস সোহেল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে সাত উইকেটে ৩০৮ রান করেছে পাকিস্তান।

উদ্বোধনী জুটি শুরুটা ভালো করে দেয় পাকিস্তানের। দুজনই ৪৪ রান করেন। তিন নম্বরে নেমে বাবর আজমও দারুণ খেলেছেন আজ। ৮০ বলে ৬৯ রান করেন তিনি। তবে আজ নজর কেড়েছেন একাদশে সুযোগ পাওয়া হারিস সোহেল। মাত্র ৫৯ বলে ৮৯ রান করেন সোহেল। যার মধ্যে ছিল তিনটি ছয় আর নয়টি চারের মার।

ইমরান তাহির উদ্বোধনী জুটি ভাঙেন। দুই ওপেনারকেই ফেরান তিনি। তিনি দুই উইকেট পান। তবে লুঙ্গি এনগিডি তিনটি উইকেট নেন।

বিশ্বকাপটা মোটেও ভালো যাচ্ছে না দুই দলের। ঘুরে দাঁড়ানোর চেয়ে সম্মানজনক অবস্থানের দিকেই আপাতত নজর দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের।

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান দুই দলই এখন পর্যন্ত একটি করে জয়ের দেখা পেয়েছে। পাকিস্তান হারিয়েছে ইংল্যান্ডকে আর প্রোটিয়ারা জয় পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। পয়েন্ট টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৮ আর পাকিস্তান রয়েছে ৯ নম্বরে। দুই দলের সামনে এখনো শেষ চারে যাওয়ার সুযোগ আছে। তবে বাকি থাকা সব ম্যাচই জিততে হবে, সেইসঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

কাগজে-কলমে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে এখন পর্যন্ত ৭৮ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ৫০ বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৭ বার জয় পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপের আসরেও দক্ষিণ আফ্রিকার জয়ের পাল্লা ভারী। এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মাত্র একটি জয় পায় পাকিস্তান। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ বিশ্বকাপে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের বিশ্বকাপে জয় পায় পাকিস্তান।

শোয়েব মালিক ও হাসান আলিকে ছাড়া মাঠে নামছে পাকিস্তান। তাঁদের পরিবর্তে দলে এসেছেন হারিস সোহেল ও শাহিন আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা দলে কোনো পরিবর্তন নেই।

ছয় ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকার অবস্থান ৮ নম্বরে। এক ধাপ নিচে, অর্থাৎ ৯ নম্বরে আছে পাকিস্তান।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...