নিহত চীনা শ্রমিকের ময়না তদন্ত সম্পন্ন

পিবিএ,ঢাকা: পটুয়াখলীতে নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে নিহত জাং ইয়াং সাং এর মৃতদেহের ময়না তদন্তে সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে রবিবার সন্ধ্যায় এই ময়না তদন্ত করেন ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোহেল মাহমুদ সহ ৩ সদস্যের একটি চিকিৎসক টিম।

ডাঃ সোহেল মাহমুদ পিবিএকে বলেন, আমরা তার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি। তার মৃতদেহ থেকে হার্ট, ভিসেরাসহ নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং তা পরিক্ষানাগারে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ জুন, মঙ্গলবার রাতে বাংলাদেশি ও চীনা শ্রমিকদের মধ্যেসংঘর্ষের ঘটনায় আহত চীনা নাগরিক জাং ইয়াং সাং বুধবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...