পিবিএ ডেস্ক: চলছে রসালো ফলের মধু মাস। এই মধু মাসে ছোট -বড় সবার প্রিয় একটি ফল হচ্ছে লিচু। বিশেষ করে শিশুরা লিচু খেতে খুব পছন্দ করে। মধুমাসের ফল লিচু মুখে দেয়ার পর যদি টক লাগে তবে কেমন লাগে বলেন? অনেক কষ্টের আয়ের টাকা দিয়ে প্রিয়জনদের জন্য লিচু কিনছেন।
সারা দেশেই লিচুর ফলন হয়। দিনাজপুর, রাজশাহী অঞ্চলের লিচুর চাহিদা বেশি। দিনাজপুর, রাজশাহী ছাড়াও বিভিন্ন এলাকায় লিচুর গাছ লাগানো হয়।
বাজারের আসার পরে বিভিন্ন এলাকার লিচু এক সঙ্গে মিলে যায়। এছাড়া অনেক লিচুতে ফরমালিনও দেয়া হয়। তাই খেতে টক লাগে। লিচু কেনার সময় মিষ্টি ও ভালো লিচু দেখে কিনুন।
অনেক সময় পাকার আগেই গাছ থেকে পেড়ে ফেলা হয় লিচু।এই লিচু টকটকে লাল দেখাতে ও দীর্ঘদিন তাজা রাখতে মেশানো হয় লাল কেমিক্যাল।
তাই টকটকে লাল লিচু দেখে অনেক ক্রেতা মনে করতে পারেন এটি ভালো মানের লিচু। এই লাল কেমিক্যাল ক্যান্সারেরও অন্যতম কারণ।
যেভাবে চিনবেন কেমিক্যাল দেয়া লিচু :
চিকিৎসকরা বলছেন,বাজার থেকে লিচু কিনে আনার পর একঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। যদি দেখেন হাতে রং লাগছে বা লিচুর লাল রং ফ্যাকাশে হয়েছে তাহলে বুঝবেন সেই লিচু পাকা নয় এবং শরীরের জন্য তা ক্ষতিকর।
আর যদি দেখেন পানিতে ভিজানোর পরও রং একইরকম আছে তাহলে তা নিঃশ্চিন্তায় খেতে পারেন। তবে গাঢ় লাল রঙের লিচু না কেনা ভাল।
পিবিএ/এমএসএম