গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আফগানদের মুখোমুখি বাংলাদেশ

পিবিএ স্পোর্টস ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৪ জুন, সোমবার সাউদাম্পটনে বাংলাদেশ সময় সাড়ে ৩টায় আফগানদের মুখোমুখি হবেন মাশরাফি-সাকিব-তামিমরা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজি টিভি।

আফগানদের বিপক্ষে মাঠে নামার আগেই আলোচনায় উঠে আসছে সাউদাম্পটনের আবহাওয়া। বিশেষ করে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের মনে আবহাওয়া নিয়ে বাড়তি কৌতূহল কাজ করছে। এর কারণটাও বেশ স্পষ্ট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে ফিকে হয়ে যাবে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন।স্বস্তির বিষয় হচ্ছে, বাংলাদেশি সমর্থকদের সুখবর দিচ্ছে সাউদাম্পটনের আবহাওয়া। সাউদাম্পটনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এদিন প্রখর রোদ থাকবে না। বরং হালকা বাতাস থাকবে।

আবহাওয়ার পূর্বাভাস দেখে অবশ্য পুরোপুরি স্বস্তিতে থাকার কারণ নেই। কারণ ইংল্যান্ডের আবহাওয়ার কোনো ভরসা নেই। এই রোদ তো এই বৃষ্টি। তবে এর মাঝেও সুসংবাদ আছে। সাউদাম্পটনে বৃষ্টি হলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। ম্যাচ পণ্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবারে আবহাওয়া আর্দ্র থাকবে। দিনের একেক সময়ে উইকেট থেকে সুবিধা পাবেন উভয় দলের ব্যাটসম্যান-বোলাররা। ইনিংসের শুরুর দিকে বল সুন্দরভাবে ব্যাটে আসবে। দিনের মধ্যভাগে উইকেট স্পিনারদের পক্ষে থাকবে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...