ভারতে দ্বিগুণ বেড়েছে কৃষক আত্মহত্যা

পিবিএ ডেস্ক: গত চার বছরে ১২ হাজার ২১ জন কৃষক আত্মহত্যা করেছেন ভারতের মহারাষ্ট্রে। যা তার আগের চার বছরের তুলনায় প্রায় দ্বিগুণ! মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী সুভাষ দেশমুখ চমকে দেওয়া এই তথ্য জানিয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের বিধানসভায় এক প্রশ্নের উত্তরে দেওয়া হিসাবে দেখা যায়, ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত আত্মহত্যা করেছেন ৬ হাজার ২৬৮ জন কৃষক। ২০১৫ থেকে ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২১ জনে। ঋণের ফাঁদ থেকে শস্যের পর্যাপ্ত ফলন না হওয়ার মতো নানা কারণে এইসব আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, এ বছরের শেষে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন। বিজেপি সেখানে ক্ষমতায় ফিরতে চায়। আর সেই পরিপ্রেক্ষিতে নতুন করে সামনে আসছে কৃষক আত্মহত্যার ইস্যু। -এনডিটিভি

পিবিএ/বাখ

আরও পড়ুন...