খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে আবদুল হাকিম(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার(২৩জুন)রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌর এলাকার মাটিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিমের বাড়ি নেত্রকোনা জেলার দূর্গাপুর এলাকায়।স্থানীয়রা ঘাতক জামাই সুজন মিয়াকে (২৫)আটক করে পুলিশে সোপর্দ করেছে।তিনি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কলাভাংগা ইন্তা মিয়া বাড়ির জামিল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে এমদাদুল হক বাদি হয়ে সুজন মিয়ার বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নির্মাণ শ্রমিক সুজন ৭ বছর আগে আবদুল হাকিমের মেয়ে মিনারা বেগমকে বিয়ে কওে হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় ঘরজামাই হিসেবে আছেন। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুর ও শ্বাশুড়ির সঙ্গে সুজনের প্রায়ই কলহ হতো। শ্বশুর ও জামাতা মাঝেমধ্যে হাতাহাতিতেও জড়িয়ে পড়তেন। এসবের ধারাবাহিকতায় শ্বশুর ও জামাতা কথা কাটাকাটির একপর্যায়ে রোববার রাতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সুজন ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরের বুকে উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সুজন পালিয়ে যাওয়ার সময় আশপাশেরর লোকজন আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিচ্ছিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।আসামি সুজনকে আদালতে প্রেরন করা হয়।
পিবিএ/হক