মেসির জন্মদিন আজ

পিবিএ স্পোর্টস ডেস্ক: ১৯৮৭ সালের আজকের দিনে আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন ফুটবল বিশ্বের বর্ত মান জাদুকর মেসি। হোর্হে মেসি ও সেলিয়া কুচেত্তিনির কোল আলোকিত করে আসেন তিনি। মেসি তাদের তৃতীয় সন্তান।

জন্মের পর আর সব শিশুর মতো ছিলেন না মেসি। দৈহিক গড়নে কিছুটা বৈচিত্রতা ছিল তার। ছিলেন অস্বাভাবিক। কিন্তু ছোটবেলা থেকেই যে বিষয়টিকে তিনি ভালোবাসেন সেটিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন। আর ফুটবল প্রিয় দেশটির এই শিশুর ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় ফুটবল।

মাত্র ছয় বছর বয়সে নিজের প্রিয় ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজের জার্সি পরে মাঠে নামেন মেসি। মাত্র ১৩ বছর বয়সে টিস্যু পেপারে চুক্তিবদ্ধ হন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে। এরপর ক্লাবটির হয়ে রীতিমত ইতিহাস গড়ে যাচ্ছেন তিনি। ক্লাবটিকে নয়বার লা লিগা চ্যাম্পিয়ন, চারবার চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন, ছয়বার কোপা দেল রে চ্যাম্পিয়ন, সাতবার স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন, তিনবার ফিফা ওয়ার্ল্ড কাপ ও তিনবার উয়েফা সুপার কাপ জিতেছেন মেসি। ১৬ বার বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা ছিলেন মেসি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...