যারা এরশাদ ও জি এম কাদেরের রাজনীতি করবেন না তাদের প্রয়োজন নেই: রাঙ্গা

পিবিএ ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গা বলেছেন, ২১ বছর পর এরশাদের সমর্থনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের মূল্যায়নের পরিবর্তে অপমান করছে। ভবিষ্যতে জাপার ওপরে আঘাত করার চেষ্টা করলে আমরাও বসে থাকব না প্রতিউত্তর দিব।
আজ সোমবার দুপুরে রাজধানী মতিঝিলে এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঢাকা-ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এ কথা বলেন। জাপার চার দিনব্যাপী বিভাগীয় সম্মেলনের প্রথম দিনের বক্তব্যে রাঙ্গা বলেন, আমরা কেনো ২২টি আসন পেলাম? অ্যালায়েন্স করার পরও কেন আমাদের অধিকাংশ আসনে নির্বাচন করতে হলো। আগামীতে আর কারো সাথে জোট নয়। এককভাবে নির্বাচন করব। তিনি বলেন, আজ জাপার এই বিভাগীয় সভায় সুনির্দিষ্ট কারণ ছাড়া জেলা ও অঙ্গসংগঠনের যেসব নেতারা আসেননি তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হবে। যারা এরশাদ ও জি এম কাদেরের রাজনীতি করবেন না তাদের জাতীয় পার্টি করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন রাঙ্গা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...