রুবেল ও সাব্বিরের পরিবর্তে আবার জায়গা পেলেন সাইফউদ্দিন ও মোসাদ্দেক

সাইফউদ্দিন ও মোসাদ্দেক

পিবিএ ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে আজ আফগানিস্তানের বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজনো হয়েছে। বৃষ্টির কারণে ম্যাচটি ১০ মিনিট পিছিয়ে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হয়েছে।

আগের ম্যাচে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) ইনজুরির কারণে মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন বাদ পড়েছিলেন। তাদের পরিবর্তনে একাদশে নেওয়া হয় রুবেল হোসেন ও সাব্বির রহমানকে। তবে ওই ম্যাচে দু’জনই ব্যর্থ হওয়ায় এবং সাইফউদ্দিন ও মোসাদ্দেক সুস্থ হয়ে উঠায় আবারও রুবেল ও সাব্বির দল থেকে বাদ পড়েছেন।

বাংলাদেশের একাদশ
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম
৫. লিটন দাস
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মোহাম্মদ সাইফউদ্দিন
১০. মাশরাফি বিন মর্তুজা
১১. মুস্তাফিজুর রহমান।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...