সেনবাগে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

সেনবাগ,নোয়াখালী: তথ্যের অবাধ প্রবাহ ও জনগনের তথ্য অধিকার নিশ্চিত করণে লক্ষে নোয়াখালীর সেনবাগে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী এক অবহিত করণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার নাসরুল্লাহ আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড: মো: আব্দুল হাকিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান গোলাম কবির।
জনগনের ক্ষমতায়ন ও তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করণে ২০০৯ সালে প্রণীত আইন বাস্তবায়নে সেনবাগ উপজেলা প্রশাসন অনুষ্ঠানটির আয়োজন করে।
অবহিতকরণ সভার প্রথম অধিবেশনে উপজেলার আড়াই শতাধিক শিক্ষক, শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে প্রশিক্ষণ কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক, শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের সচিব, তহসিলদার সহ ৬০ জন ব্যক্তি অংশ গ্রহন করেছেন।

পিবিএ/জেএ/হক

আরও পড়ুন...