রাজধানীতে পুলিশ সদস্যের শিশু কন্যার অস্বাভাবিক মৃত্যু

পিবিএ,ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদি এলাকায় আড়াই বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে এবং তার বড় বোনও অসুস্থ্য হয়ে পড়েছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত শিশুপির নাম আলিফা (২.৫) ও বড়বোন জারিন তাসনিম লুবনা (৫)। শিশুদের বাবা জসিম উদ্দিন পুলিশের সিটি এসবি’র কনন্টেবল।

সোমবার দুপুরের দিকে মানিকদির টিনসেড ভাড়া বাসায় অসুস্থ্য হয়ে পড়ে তারা। পরে তাদেরকে কুর্মিহাটোলা জেনারেল সপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন। আর লুবনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন।

শিশুদের মা নুসরাত জাহান পিবিএকে জানান, শিশুদের বাবা গ্রামের বাড়ি গিয়েছে। দুপুরে বাচ্চারা বিরিয়ানি খেতে চায়। পরে তিনি বাসায় বিরিয়ানি রান্না করেছিলেন। বাচ্চা দুটি পাশে বাসায় খেলছিলো। কিছুক্ষণ পরে বড় মেয়ে লুবনা আলিফাকে কোলে করে বাসায় এসে পড়ে যায়। তাদের চোখ বড়বড় হয়ে যাচ্ছিলো। পরে মুখদিয়েও লালা ঝড়তে দেখেন। এরপরই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢামেক হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান, এটি অান নন পয়জনিং বলে মনে হচ্ছে। এখন শিশুটি ভালো আছে। তবে পরবর্তিতে কি হয় তা এখনও বলা যাচ্ছেনা। তাকে অবজারভেশন রাখা হয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...