নিহত আনোয়ার ও সোহাগের লাশ পরিবারের কাছে হস্তান্তর

dhaka-medical-las-forward-t

পিবিএ,ঢাকা: চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় চিকিৎসাধীন মারা যাওয়া রিকশা চালক আনোয়ার হোসেন ও সোহাগের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

মঙ্গলবার( ২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে এদুটি লাশ হস্তান্তর করা হয়। এনিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জন মারা গেলো।

চকবাজার থানার উপ পরিদর্শক (এসআই) মুন্সি আঃ লোকমান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে স্বজনদের আবেদনের পরিপেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তানর করা হয় বলে জানান তিনি।

অতিরিক্ত ঢাকা জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, স্বজনদের কাছে এদুটি লাশ হস্তান্তরের সময় দাফন-কাফনের জন্য ২০ হাজারর করে টাকা দেয়া হয়েছে।

এর আগে গতরাত পৌনে ১১ টায় বার্ন ইউনিটের আইসিইউ’তে আনোয়ার ও রাত দেড়টায় সোহাগ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আনোয়ারের ছেলে হৃদয় জানান, তার বাবার লাশ প্রথমে নাজিমউদ্দিনর রোডে নিয়ে যাবেন। পরে সেখান থেকে দুপুরের পরে আজিমপুর কবরস্থানে দাফন করবেন।

আর নিহত সোহাগের বাবা আবু তাহের জানান, সোহাগের লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহর ফুলপুর নিয়ে যাবেন। সেখানেই দাফন করা হবে সোহাগের লাশের।

পিবিএ/এইচএ/এফএস

আরও পড়ুন...