পিবিএ,টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ নম্বর সেতু সংলগ্ন কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ট্রাক ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২২জানুয়ারি) রাতে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় লরির চালক নিহত হয়েছে।
পুলিশ পিবিএকে জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণ ভর্তি একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট ১৪-০৯১৩) উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি লরির (চট্র মেট্রো-ঢ ৮১-২৯৮২) মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হয় এবং লরিতে থাকা হেলপার গুরুতর আহত হয়। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানায় রাখা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন ।
পিবিএ/টিএ/এফএস